চীনামাটি (৭ পর্ব)
 

       চকচকে চীনামাটির অনেক সুবিধা। তা যেমন জলাভেদ্য আর বায়ূরোধক, তেমনি তার ওপর আঘাত করলে স্পষ্ট ও মিষ্টি শব্দ হয়। তাতে ছোট ছোট ফাটা দাগ থাকে না বলে তা খুব মসৃণ এবং সহজে ধোয়া যায়।  


  ছবিতে আড়াই কেজি ওজনের মদের বোতলটি চকচকে কালো। ছোট্ট মুখ হওয়া ভেতরের পানীয় পড়ে যায় না। এর গায়ে দুটো ছিদ্র থাকায় দেয়ালে ঝুলিয়ে রাখা যায়। বোতলের গঠন লম্বা এবং সোজা। তা ধীর-স্থির।বোতলের গাঁয়ে আঁকা চীনা চিত্রাক্ষরগুলো শক্তিশালী এবং দ্ব্যর্থহীন। বোতলাটিং গড়ন, রঙের প্রলেপন এবং চীনা অক্ষরগুলো সহজ-সরল, নিরাভরণ এবং লিখাগুলো পরষ্পর সন্নিহিত।