চীনামাটি (৬ পর্ব)
 

       
           ছবিতে নীল-সাদা চীনামাটির চায়ের পাত্রটি আকৃতি আর অংকনের দিক থেকে গ্রামীন শৈলীর। এর হাতল যেমন আছে, তেমনি তার মুখটির শৈলীও চমত্কার আর মজাদার। পাত্রটির উপরিভাগে আছে শিং ও সারা শরীরে আঁশযুক্ত কাইলিন নামক একটি পয়মন্ত পৌরাণিক প্রাণীর ছবি আঁকা। পাত্রটির গলায় কিছু জ্যামিতিক অংকনও শোভা পায়।

      ছবির মানুষটি সরল এবং নির্বিকার। লোকেরা বড় বড় লাইনের সাহায্যে চিত্র আঁকে, বিশদ বিশ্লেষণের পরোয়া করে না। তার বর্ণনার ভঙ্গী এবং বানানোর ধরণ থেকে মানুষ আন্তরিকতার স্পর্শ পান।