অনেক বিদেশী চীনের শানতোং প্রদেশকে চেনেন তার বিখ্যাত থাইশান পাহাড় আর ওয়েইফাং ঘুড়ির জন্যে। তাদের অনেকেই অবশ্য জানেন না যে, শানতোং মৃত্ শিল্প আর চীনা মাটির জন্মস্থানও বটে। প্রদেশটির কেন্দ্রের অবস্থিত জিবো দীর্ঘদিন থেকেই চীনা মাটির শহর বলে খ্যাত।
স্থানীয় লোকেরা চীনা মাটির খোদাইকর্ম আর মৃত্ শিল্প ক্ষেত্রে সুদক্ষ। তারা চীনা মাটির ডিনার সেট তৈরী করেন। এই সেটে আছে বাসন, কাপ, বাটি, জার এবং গামলা। ছবিতে একটি সাধারণ মৃত্পাত্রের গায়ে স্থানীয় শৈল্পিক বৈশিষ্ট ফুটে উঠেছে। শানতোং প্রদেশের ছিমং এলাকার মৃত্ শিল্পীরা তা তৈরী করেছেন।
|