চীনামাটি (৪ পর্ব)
 

        নীল ও সাদা চীনা মাটির তৈজসপত্র ইউয়ান রাজামলে (১২০৬--১৩৬৮ সাল) খুবই সমাদৃত হয়। সেসময় ছিলো অসংখ্য আঙ্গিনার বিশাল চূল্লী এবং গ্রাম চূল্লী। 

  গ্রাম্য চূল্লীতে তৈরী চীনামাটির জিনিষপত্র সবখানেই দেখা যেতো এবং এ ধরণের চীনামাটির জিনিষপত্র আঙ্গিনার বিশাল চূল্লীতে পোড়ানো চীনা মাটির চেয়ে বেশী ছিলো।  

  নানা রকম শৈলী ছিলোঃ অপরিপক্ক এবং সূক্ষ্ম। ধনী ব্যক্তি , পদস্থ কর্মকর্তারা চমত্কার শৈল্পিক মানসম্পন্ন চীনামাটির তৈজসপত্র কিনতেন এবং সাধারণ মানুষ কিনতেন সাধারণ ধরণেরগুলো।  

  গ্রামীণ নীল ও সাদা চীনামাটি পরিচ্ছন্ন, সাদামাটা এবং নিরাভরণ। প্রচূর বিষয়বস্তুর ওপর চীনামাটির কাজ হয়েছে, যেমন প্রথা, পৌরাণিক কাহিনী, দৃশ্যপট, জীবজন্তু, শাকসব্জী, কবিতা, চিহ্ন ইত্যাদি। এগুলোর কিছু কিছু মৃত্পাত্রে অলংকরণের জন্যে ব্যবহার করা হয়। ছবির চীনামাটির পাত্রটির আদল সাদামাটা। পাত্রটির উপরিভাগে উভয় পাশে লাইন টেনে অলংকরণ করা হয়েছে। এর তলদেশ পুরু, যা শৈল্পিক কাজ আছে, যা দিয়ে চলমানতা ও প্রকাশভঙ্গী বোঝানো হয়।