চীনামাটি (৩য় পর্ব)
 

       ছবির মৃত্ প্রতিমূর্তিটি পূর্বচীনের মৃত্ শিল্প শৈলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত। এতে অপেরার গল্প চিত্রিত হয়েছে। প্রতিমূর্তিটিতে একজন বেসামরিক ও একজন সামরিক কর্মকর্তাকে দেখানো হয়েছে। বেসামরিক কর্মকর্তা দেখতে নম্র, তার হাতে একটি পাখা। সামরিক কর্মকর্তার পিঠে তলোয়ার, দেখতে উত্তেজিত ও আবেগাপ্লুত। দু’জনেই অপেরার পোষাক পরিহিত। এই মৃত্ শিল্প দেখে মনে হয় কিছু অপরিপক্ক। তা বিশাল উনুনে পোড়ানো জটিল ও স্পর্শকাতর চীনামাটির তৈজসপত্রের শৈলীর চেয়ে পৃথক।