চীনামাটি (২য় পর্ব)
 

       প্রাচীন চীনে চীনামাটির বালিশকে গ্রীষ্মকালীন বালিশ হিসেবে ব্যবহার করা হতো। কিছু যৌতুক হিসেবে এবং কিছু কিছু আবার উপহার হিসেবে দেওয়া হতো অমঙ্গল তাড়ানোর জন্যে। থাং ও সুং রাজামলে (৭--১৩ শতাব্দী), এই বালিশকে নানাভাবে উজ্জ্বল করা হতো।

      ছবির বড়াল বালিশটির মাথার সজ্জায় বেশী গুরুত্ব দেয়া হয়েছে। চীনের হোপেই আর শানতোং প্রদেশে তা বেশী দেখা যায়।