চীনা মাটি (১ম পর্ব) 
 

        পূর্বচীনের শানতোং প্রদেশের জিবো হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চীনা মাটির পণ্য উত্পাদন অঞ্চল। 

  চীনা ভাষায় মাছ শব্দটির উচ্চারণ “ইউ” উদ্বৃত্ত শব্দের চীনা শব্দের উচ্চারণের মতোই। সেজন্যে মাছের নকশাকে চীনা মাটির তৈজসপত্রে প্রাচূর্যের প্রতীক হিসেবে দেখা হয়। নীল ও সাদা রঙের চীনামাটির থালা-বাসন সাধারণত সাদামাটা দেখতে এবং তার পরিমাণ খুব বেশী। হাতের তৈরী হলেও এই ধরণের চীনামাটির শিল্পকর্মে বিভিন্ন শিল্পীর ধরণ, অংকন, উজ্জ্বল রঙের ব্যবহার বিভিন্ন।  

  প্রথম পর্যায়ে মাছের নকশা সূক্ষ্মভাবে এবং মাছের আঁশগুলো পরিচ্ছন্নভাবে তৈরী হয়। এরপর শিল্পীর শৈল্পিক স্বাধীনতার প্রতিফলন ঘটে।  

   ছবিতে মাছের পিঠ আঁকা হয়েছে এক টানে। পুরো শৈলীটি উদার এবং ঐশ্বর্যময়।