দক্ষিণ পশ্চিম চীনের কুয়েই চৌ প্রদেশের বিশেষ করে আনশুন অঞ্চলের স্থানীয় অপেরা (গীতিনাট্য) হচ্ছে ডি শি। বসন্ত ও লন্ঠন উত্সব চলাকালে পল্লী অঞ্চলে এ অপেরা দেখা যায়। বিনোদন ও অশুভের হাত থেকে রক্ষা পাওয়ার আশায় এ অপেরা মঞ্চস্থ হয় । এ অপেরা নিতান্তই সামরিক কাহিনী নির্ভর, যেমন তিন রাজ্যের রোম্যান্স ও সুই ও থাং শাসনামলের কিংবদন্তীর চরিত্রসমূহ। এ অপেরায় হিংস্র সব চরিত্র অন্তর্ভুক্ত করা হয়। অপেরায় ব্যবহৃত মুখোশে অতিরঞ্জন থাকে।
কারিগররা পাঁচ ধরনের মুখোশ বানিয়ে থাকেন, যেমন বেসামরিক কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, তরুণ কর্মকর্তা, বৃদ্ধ কর্মকর্তা ও মহিলা কর্মকর্তা। পুরুষ ও নারী কর্মকর্তার শিরস্ত্রাণে ড্রাগন, ফিনিক্স, মৌমাছি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন নকশা খোদাই করা হয়।
ছবিতে সামরিক কর্মকর্তাটির গোঁয়ারতুমি আর অসমসাহসিকতা প্রদর্শনের জন্য অতিরঞ্জন করা হয়েছে।
|