পেপার হর্স প্রিন্টিং
 

       পেপার হর্স বা কাগজের ঘোড়া হচ্ছে এক ধরণের ছাপ দেয়া কাগজ এবং পরে দেবতার বেদিতে পোড়ানো হয়। এটি উড প্রিন্টিং ও অংকনের সমন্বয়ে তৈরি হয়। ছবির ওপর আল্পনা আঁকতে লাল অথবা সবুজ রঙ ব্যবহার করা হয়। 

  দক্ষিণপূর্ব চীনের চেচিয়াং প্রদেশের পেপার হর্স প্রিন্টিং শুধু মাত্র উডপ্রিন্টিং ও অংকনের ওপর নির্ভরশীল নয়। এখানকার লোকজন রঙিন চিত্রান্কন ও নকশা তোলার মতো বিভিন্ন পন্থাও গ্রহণ করে। এখানকার বিষয়বস্তু ও কৌশলে স্থানীয় বৈশিষ্ট্য রয়েছে। এতে বিস্তারিত চিত্রায়ন থাকে। 

   নব্বর্ষের ছবি কিংবা পেপার প্রিন্টিং-এ সচরাচর খাজনা আদায়ের দৃশ্য চিত্রায়িত হয। এটিকে অঢেল বিত্তের প্রতীক হিসাবে গ্রহণ করা হয়।

     ছবিতে সম্পদের দেবতা আর রাজ প্রহরী দুজনই একই ধরনের লাল পোশাক ও আনুষ্ঠানিক টুপি পরেছেন। ছবিতে চারজন সহকারিও রয়েছে। রাজ প্রহরী ডেস্ক ও দাড়িপাল্লা নিয়ে সামনে বসেছে। তার ডেস্কের ওপরে ও ভিতরে জুতার-আকৃতির সোনা ও রুপার পিন্ড রয়েছে।