অনেকগুলো শিল্পমাধ্যমের সমন্বয়ে পেপার মেকিং তৈরি হয়, যেমন টাইডাই, পেস্টিং পেপার কাটিং, কাদামাটির মূর্তি, অংকন ইত্যাদি। পেপার মেকিং বিভিন্ন ধরণের হয়ে থাকে, যেমন বুদ্ধের প্রতিমূর্তি যা সমাধিক্ষেত্রের সামনে পোড়ানো হয়।
বিভিন্ন প্রতিকৃতি, কোনো স্মারক দ্রব্য কিংবা শেষকৃত্যের অন্য কোনো বস্তুর নকশা।
ছবির দুই পরিচারককে কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। এদের একজন সামরিক কর্মকর্তার পোশাক পরেছে, অন্যজন দেখতে স্বর্গীয় যোদ্ধা নেচহার মতো। পশ্চিমে অভিযাত্রী দলে বালক হিসাবে তাকে চিত্রিত করা হয়েছে , যে দুটি প্রজ্জ্বলিত চাকার ওপর দিয়ে হাঁটছে।
|