পেপার মেকিং শিল্প
 

      শেষকৃত্যের প্রথা থেকে পেপারমেকিং শিল্পের উদ্ভব। শেষ ছবিটির পেপার মেকিংয়ে চিত্রিত ছবিটি চীনের চারটি ক্ল্যাসিকের অন্যতম তিন রাজ্যের রোম্যান্স গল্প থেকে নেয়া হয়েছে। চিত্রিত ছবিটি এ বইয়ের একটি অংশের দৃশ্যরুপ। উপন্যাসের চরিত্র চাংফেইয়ের সাহসিকতা প্রদর্শনের জন্য শিল্পী অনেক পদ্ধতি অবলম্বন করেছেন, যেমন পেপারমেকিং ও অংকন।  


       ছবিতে চাংফেই একটি বর্শা ধরে আছেন এবং দেখে মনে হচ্ছে তিনি তার ক্রোধ সম্বরণ করতে পারছেন না। 

  চার ক্ল্যাসিকের আরেক উপন্যাস ‘ওয়াটার মার্জিন’ এর চরিত্র লু চিশেন। উপন্যাসে তাকে অকুতোভয় ব্যক্তি হিসাবে চিত্রিত করা হয়েছে, যিনি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই এবং ন্যায় প্রতিষ্ঠা করেন। শেষে তিনি লিয়াংশানে বিদ্রোহী সৈন্যদের কাছে যান এবং একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন।

    দ্বিতীয় ছবির পেপারমেকিং এ উপন্যাসেরই একটি অংশের দৃশ্যরূপ। এখানে চু লিশেনকে উপন্যাসের আরেক চরিত্র লিন চোংকে রক্ষা করতে দেখা যাচ্ছে।