বোধিসত্ব (৬)
 

       কুয়ানয়িন (অবলোকিতেশ্বর) কুয়ানশিয়িন বা কুয়ানজিজাই নামেও পরিচিত এবং চীনে বৌদ্ধধর্মের প্রধানদেবী। সাধারণ চীনারা ব্যাপকভাবে কুয়ানয়িনের উপাসনা করে থাকে। তিনি ক্ষমাশীলা করুনাময়ী । 

  তিনি অভাবীদের সাহায্য করেন, দুর্গতদের দুর্ভোগ লাঘব করেন। ক্ষমা এবং দয়াশীলতাকে চীনে সাধারণত নারীদের গুণাবলী হিসাবে গণ্য করা হয়। থাং শাসনামলে কুয়ানয়িনকে দেবী এবং পশ্চিম স্বর্গের প্রভু অমিতাভের সহচরী হিসাবে চিত্রিত করা হয়। সে থেকে কুয়ানয়িনকে পশ্চিমা স্বর্গের সঙ্গে সম্পৃক্ত করা হয় এবং তারপর স্বর্গের রানীমাতা শিওয়াংমুর গুণ আরোপ করা হয় তার ওপর। আরোপে আকাশদেবী থিয়ানহৌর গুনাবলী ধারণ করেন কুয়ানয়িন এবং নাবিকদের দেবী রূপে গণ্য হন। সমুদ্র যাত্রীদের রক্ষাকত্রী হিসাবে স্বীকৃতি পান কুয়ানয়িন।