বোধিসত্ব (৫)
 

       চীনের লোকবিশ্বাস অনুযায়ী ভূ-দেব থু দি কং বহুল পূজিত দেবতা। মিং শাসনামলে তিনি বহু ভূ-দেব ছিলেন এবং লোকজন ভিন্ন ভিন্ন নামে তাদের ডাকতো। গ্রামে গ্রামে এ দেবতার মন্দির ছিল। প্রাচীন মন্দির ছাড়াও কিছু পাথর সাজিয়ে সহজেই এ মন্দির বানানো যায়। মন্দিরের ভিতরে ভূদেবের প্রতীক হিসাবে লোকজন আরেকটি পাথর স্থাপন করতো। 

  ভূদেবকে সচরাচর সাদামুখমন্ডল, কালোদাড়ি আর গোল গলা এ আকৃতিতে দেখা যায়। ছবিতে প্রদর্শিত ভূদেব দক্ষিণপূর্ব চীনের জেচিয়াং প্রদেশের হাংচৌ এলাকার ছবি দেখে মনে হয়, স্থানীয় গ্রামের কর্মকর্তা সহকারি পরিবৃত্ত হয়ে আছেন। উডপ্রিন্টিং ও হাতে এঁকে এটি তৈরি করা হয়েছে।