বোধিসত্ব (২)
 

       চীনা বৌদ্ধধর্মে অহিতবিনাশী ও হিতসাধনকারী দেবতা রয়েছে। বৌদ্ধমন্দিরের প্রবেশ পথে যোদ্ধাবেশী এসব দেবতাকে স্থাপন করা হয়। বৌদ্ধধর্মে এ দেবতারা মর্যাদার প্রতীক হিসাবে গণ্য হন।

  তাওবাদেও এ জাতীয় দেবতা রয়েছেন। তাও ধর্মে চার জন হিতসাধনকারী মার্শাল রয়েছেন। এরা অশুভ থেকে মানুষকে রক্ষা করেন। এ চার দেব মার্শাল হলেন, মার্শাল মা তিয়ানচুন (হুয়াং কুয়াং দেবতা নামেও পরিচিত), মার্শাল চাও কংমিং (ভাগ্য দেবতা), মার্শাল কুয়ান ইয়ু (চীনের ইতিহাসের খ্যাতিমান জেনারেল) ও মার্শাল ওয়েন ছিয়াং (লেই ছিয়ং নামেও পরিচিত)।  

  তাদের যথাক্রমে সাদা, কালো, লাল ও সবুজ এ চার রঙে রঞ্জিত করা হয়।

    ছবিতে ওপরের মাঝামাঝি অংশে মার্শাল মা’কে দেখা যাচ্ছে। উড প্রিন্টিং ও হাতে অংকনের মাধ্যমে ছবিটি তৈরি করা হয়েছে।