বোধিসত্ব (১)
 

       প্রাচীনকালে নগরবাসীদের রক্ষা করার জন্য নগরের চারপাশে জলপূর্ণ গভীর পরিখা নির্মাণ করা হতো। অধিবাসীরা শহর দেবতার মন্দির ও নির্মাণ করতো। ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায়। লোক দেবতা ‘শুই ইয়ং’ থেকে শহরদেবতা চেং হুয়াংয়ের সৃষ্টি। ২৩৯ খ্রীষ্টাব্দে পূর্ব চীনে প্রথম শহর দেবতার উপাসনালয় তৈরি হয়।

  মিং শাসনামলে (১৩৬৮--১৬৪৪ খ্রীঃ) প্রথম সম্রাট চু ইউয়ানচাং শহর দেবতার অনুরাগী ছিলেন। কারণ শহর দেবতা প্রেতলোকের অশুভ ভূত-প্রেতের হাত থেকে শহরবাসীদের রক্ষা করেন। উপাসনালয়ে এক দেবতা আসীন থাকেন, অন্য এক দেবতা শহর পরিদর্শনরত থাকেন। বসন্ত, শরত্ , হেমন্ত ও শীতকালে শহর দেবতার শহর পরিদর্শন চলে। অন্যান্য লোক উত্সবের মতো এটিও একটি বড় লৌকিক উত্সবে পরিণত হয়েছে।

      ছবিতে, চার জন সহকারিকে দেখা যাচ্ছে শহর দেবতার সঙ্গে।