শত পরিবার জ্যাকেট
 

       চীনের কিছু কিছু অঞ্চলে প্রাচীন এ প্রথাটি চালু রয়েছে। চীনা মা-বাবারা মনে করেন, বহু মানুষের আশীর্বাদ পেলে তাদের সন্তান সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যত্ লাভ করবে। এ কারণে শত-পরিবার ভোজ ও নবজাতককে শত পরিবার জ্যাকেট পরানোর প্রথা চালু রয়েছে।

  যখন কোনো মহিলা সন্তানসম্ভবাহন, তখন তিনি ও তার মা বিভিন্ন পরিবারের কাছ থেকে ১০০ টুকরো কাপড় যোগাড় করে সে সব দিয়ে একটি বেবিজ্যাকেট তৈরি করেন। একে বিয়াও চিয়া ই অর্থাত্ শত পরিবার জ্যাকেট বলা হয়। নবজাতককে ভালোবাসা ও আশীর্বাদ জানানো হয় এ উপহারের মাধ্যমে।

  ছবিতে প্রদর্শিত ওয়েস্টকোটটিতে বিভিন্ন রঙ বুননের কাপড় রয়েছে। সাদামাটাভাবে তৈরি করা হয়েছে এটি। উত্তর চীনের শা’নশি, শানশি, কানসু, হোবেই, হোনান ও শানতোংয়ে শত-পরিবার জ্যাকেট প্রথা দারুন জনপ্রিয় । চীনের দক্ষিণাঞ্চলীয় কিছু এলাকায়ও এ প্রথা প্রচলিত আছে।