হাতে তৈরি জুতার সুকতলা
 

       হাতে জুতার সুকতলা তৈরি চীনের যুব মহিলা ও মেয়েদের একটি ঐতিহ্যিক কাজ। 

  স্বামী, পরিবারের অন্যান্য সদস্য এবং নিজেদের জন্য তারা এ সুকতলা তৈরি করে থাকেন। যে মহিলা বা মেয়ে সুন্দর সুকতলা বানাতে পারে নিজ গ্রামে সে খুব কদর পায়। কয়েক স্তর কাপড় একসঙ্গে সেলাই করে সুকতলার আকার তৈরি করা হয়। তারপর হাতে সূচিকর্মের সাহায্যে তাতে নকশা ফুটিয়ে তোলা হয়। বেশির ভাগ সুকতলার নকশায় অংকিত ছবিতে সৌভাগ্য ও শুভকামনা উত্কীর্ণ থাকে।