সংখ্যালঘু বাই জাতির পোশাক
 

       দক্ষিণ-পশ্চিম চীনের ইউন্নান প্রদেশে বিশাধিক সংখ্যালঘ জাতির বাস। এদের বেশির ভাগই এমব্রোয়ডারিতে দক্ষ। সহজ কিংবা জটিল নকশা ফুটিয়ে তোলার জন্য তারা ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে। তাদের কাপড় বোনার এ ঐতিহ্য দু’থেকে তিন হাজার বছরের পুরনো এবং আজো তা বিদ্যমান। 

  তালি এলাকার সংখ্যালঘু বাই জাতির লোকেরা ফুলের নকশা বুনতে পছন্দ করে। স্কার্ফ, কটিবন্ধনী কিংবা জুতায় নক্সা তোলেন তারা।

      ছবিতে এক বাই তরুনীকে তাদের প্রচলিত পোশাকে দেখা যাচ্ছে। তার সাদা মস্তকাবরনী, লম্বা টাসেল ও লাল ফিতাদেখে বোঝা যায় তরুনীটি অবিবাহিত । সে রুপার বোতাম লাগানো একটি রক্তাভ কোট এবং চীনা স্টাইলের সামনে বোতাম দেয়া একটি নীল জ্যাকেট পরেছে। তার স্কার্টের কটিবন্ধে এমব্রয়ডারি রয়েছে। পোশাকটি দেখতে সাদামাটা।