দীর্ঘ জীবনের তালা
 

       ছেলে-মেয়েদের সৌভাগ্য ও মঙ্গলকামনার প্রতীক দীর্ঘ জীবনের তালা। রুপার তৈরি এ তালা ছেলেমেয়েদের গলায় ঝুলিয়ে দেয়া হয়। অতীতে এমন প্রথা চালু ছিল যে, শিশুর একমাস বয়সে পরিবার ও আত্মীয়স্বজনরা তাকে একটি তালা উপহার দিতেন এবং শিশুটি বড় হয়ে বিয়ে করার আগে এ তালা গলা থেকে খুলতোনা। 

  অতীতে দারিদ্র্যের কারণে এবং চিকিত্সার অভাবে অনেক শিশু মারা যেতো। সন্তানের দীর্ঘায়ু কামনা করে মা-বাবা দেবতার কাছে প্রার্থনা করতেন। অশুভ থেকে সন্তানকে রক্ষার প্রতীক হিসাবে মা-বাবা সন্তানের গলায় এ তালা পরিয়ে দিতেন। এতে সচরাচর কিছু নকশাখচিত থাকে। 

  ছবিতে দীর্ঘ জীবনের তালাটিতে ধনী হবার চিহ্ন খচিত রয়েছে। তার নিচে তিন রাজ্য আমলের একটি গল্পের ছবি। ছবিতে দীর্ঘায়ু ও সম্পদশালী হবার নকশা চিত্রিত হয়েছে। নকশাগুলো সুসংবদ্ধ এবং মঞ্চগল্প থেকে এগুলো নেয়া হয়েছে।