ইয়াংশি নদীর নিম্নাঞ্চলের দক্ষিণভাগের লোকজন কাপড়ে ব্যবহার্য সুতায় তৈরি ধূম্রনীল কেলিকো ব্যবহার করে থাকে। স্থানীয় লোকদের তৈরি করা সুতা রঙিন করার জন্য নীল রঙ ব্যবহার করা হয়। রোজকার পোশাকে লোকজন ব্যাপকহারে কেলিকো (বিছানায় চাদর বা পোশাকে ব্যবহারের জন্য সাদা কিংবা রঙিন নকশা করা ভারতীয় বস্ত্রবিশেষ) ব্যবহার করে থাকে।
ছবির কাপড়টি সাংহাই প্রিন্টেড কেলিকো জাদুঘরে সংরক্ষিত । এটিতে পিওনি ফুল গাছ ও পীচ ফলের প্রচুর নকশা রয়েছে। এটি স্থানীয় গ্রামীন মহিলাদের বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন পরিধেয়। কালক্রমে এখন কিছু অল্পবয়সী মহিলা ও বিদেশী গৃহসজ্জার উপকরণ হিসাবে কেলিকো ব্যবহার করছে।
|