দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে প্রচুর মিয়াও জাতির লোক বাস করে। তাদের রোজকার ব্যবহার্য ও আনুষ্ঠানিক পোশাক বিভিন্ন ধরনের রয়েছে। দু’ধরনের পোশাক এবং মাথার অলংকারে প্রচুর হস্তশিল্পজাত উপকরণ ব্যবহার করা হয়।
এ সবের মধ্যে রয়েছে ড্রাগন, পাখি, মাছ, ঢাকঢোল, ফুল, প্রজাপতি অথবা ঐতিহাসিক কাহিনী।
ছবির এপ্রোনটিতে অনেক কিছুর নকশা তোলা হয়েছে। মিয়াওদের নকশিকর্মের মধ্যে ড্রাগনের নকশা খুব বেশি দেখা যায়। ড্রাগন ছাড়াও প্রজাপতি, পাখি, মানুষ প্রভৃতির নকশা তোলা হয়। কখনো কখনো নকশাগুলোতে অতিরঞ্জন থাকে। এসব নকশায় কালো, সাদা, লাল ও সবুজ রঙ ব্যবহার করা হয়।
|