ইয়াও জাতির পোশাক
 

       দক্ষিণ চীনে ইয়াও জাতির বাস। তাদের ষাট-সত্তর ধরণের পোশাক রয়েছে। কুয়াংশিতে সকল বয়সের লোক একই ধরনের কাপড় পরে। 

  ছবির পোশাকটি বৈশিষ্ট্যসম্পন্ন। এটির কোমর ও পায়ের দিকটায় প্রচুর নকশা রয়েছে। সচরাচর তিন ধরনের নকশা ব্যবহৃত হয়। এর একটি হচ্ছে, ‘জনগণ’ শব্দটির চীনা অক্ষর পর পর সাজানো । দ্বিতীয়টি হচ্ছে চৌদ্দ সেলাইয়ের নকশা। তৃতীয়টি খুবই জটিল নকশা, যেমন হীরে কিংবা কোনো দৃশ্য ফুটিয়ে তোলার রেখাচিত্র। এ জাতীয় নকশার জন্য ধৈর্য দরকার । এটা স্থানীয় মহিলাদের দক্ষতার পরিচায়কও বটে।