উত্তর চীনের শানসি প্রদেশের লিনফেন পল্লী এলাকার লোকজন তাদের পোশাক ও নিত্যব্যবহার্য দ্রব্যাদিতে নকশিকর্ম করে। বেশির ভাগ নকশাই সৌভাগ্য ও মাঙ্গলিকবোধের প্রতীক, যেমন পিওনী ফুল গাছ, দীর্ঘায়ু কামনা, সুখ ইত্যাদির প্রতীক। মাঝে মাঝে গল্পের চরিত্ররাও নকশিকর্মে স্থান পায়।
ছবিতে দুটি ড্রাগনের একটি মুক্তা নিয়ে খেলার নকশা তোলা হয়েছে। নকশিকর্মে ব্যবহৃত রঙে ঔজ্জ্বল্যএবং বৈপরিত্য রয়েছে।
|