সুস্বাস্থ্যের থলে
 

       সৌভাগ্যের থলে লোকজনের ব্যবহৃত ছোট একটি আলংকারিক উপকরণ। ঐতিহ্যিক চীনা ওষুধের নানা উপকরণে ভর্তি থলেটি বিভিন্ন আকারের হয়ে থাকে। অশুভকে দূরে রাখতে পঞ্চম চান্দ্র মাসের পঞ্চম দিনে লোকজন এটা ব্যবহার করে। থলেটিকে স্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়ে থাকে। থলেটি পিরামিড, পীচফল অথবা বাদুড়ের আকৃতির হয়ে থাকে। এগুলো সৌভাগ্য ও মাঙ্গলিকবোধ প্রকাশ করে।

       ছবির থলেটির আকৃতি ব্যাঙের মতো। এর চারপাশে ১২টি প্রাণীর ছবি, যা বছরের ১২ মাসের প্রতীক। লৌকিক কাহিনী প্রচলিত রয়েছে, টোয়াড আর চাঁদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, ব্যাঙ আর ১২টি প্রাণীর ছবি সৌভাগ্যের প্রতীকও বটে। ছবির থলেটি চমত্কারভাবে তৈরি এবং তার উজ্জ্বল লাল রঙের নকশিকর্ম মনোহর।