কাপড়ের বাঘ চীনে অত্যন্ত জনপ্রিয় একটি লোককলা। লোকজন বাঘকে অশুভের বিরুদ্ধে প্রহরী এবং সম্পদের রক্ষাকর্তা হিসাবে গণ্য করে। ড্রাগন নৌকা উত্সব চলাকালে লোকজন কাপড়ের বাঘ তৈরি করে কিংবা কপালে বাঘের ছবি আঁকে। তারা আশা করে এটি তাদের জন্য স্বাস্থ্য, শক্তি ও সাহস বয়ে আনবে।
কাগজের বাঘ রকমারি হয়ে থাকে। এটি তৈরিতে ব্যবহৃত মালমসলা ও পদ্ধতিও ভিন্ন। সচরাচর লোকজন সুতি কিংবা সিল্কের কাপড় ব্যবহার করে। করাতের গুঁড়া কিংবা শস্যের তুষ কাপড়ে ভরা হয়। বাঘের মুখাকৃতি অংকন এবং অলংকরনের জন্য রঙিন চিত্র, এমব্রোইডারি, কাটিং ও তালি ব্যবহার করা হয়। বাঘের সাহস এবং শক্তি প্রদর্শনের জন্য এর বড় মাথা, বড়বড় চোখ, বড় মুখ এবং লম্বা লেজ দেয়া হয়।
ড্রাগণ নৌকা উত্সব ছাড়াও বসন্ত উত্সব আর লন্ঠন উত্সবেও লোকজন কাপড়ের বাঘ তৈরি করে। তারা আশা করে এটি অশুভ প্রতিরোধ করবে, তাদের অসুস্থতা থেকে রক্ষা করবে এবং তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে।
|