উত্তর পশ্চিম চীনের শা’নসি প্রদেশে কাদামাটির বাঘ তৈরি করা হয়। কাগজের ছাঁচে কাদামাটি ভরে তৈরি এ ব্যাঘ্রমূর্তি ৬ সেন্টিমিটার থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
কাদামাটির বাঘে পটভূমিতে সাদা রঙ ব্যবহার করা হয়। তারপর এতে রেখা টেনে রঙ করা হয়। কাদামাটির বাঘে মাথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর বড়বড় কান, বিশাল মুখ, প্রশস্ত কপাল থাকে। কপালে বড় গোলাকার গোলাপী, লাল কিংবা সাদা ফুল অথবা চীনের কোনো সম্রাটের ছবি আঁকা হয়। এর কান এবং গন্ডদেশও চিত্রিত করা হয় পাখি, ফুল কিংবা মানুষের প্রতিকৃতি দিয়ে। ডালিম, লেবু জাতীয় কোনো ফুল কিংবা পীচ্ ফুল বেশি আঁকা হয় এবং এর এক একটি এক এক অর্থ বহন করে। এ অলংকরণ সুসামঞ্জস্যপূর্ণ হয় , যা মূর্তির বিভিন্ন অংশে ভারসাম্য সৃষ্টি করে।
ছবিতে, সাদামাটির ব্যাঘ্রটিতে উজ্জ্বল রঙ ব্যবহার করা হয়েছে এবং এটি সৌভাগ্য আর সুখের অনুভূতি সৃষ্টি করে। এটি সৌভাগ্য, শান্তি ও মাঙ্গলিক বোধের জন্য মানুষের ঐকান্তিক কামনা প্রকাশ করে।
|