শানসি’র নব্বর্ষের ছবি
 

       শানসির নব্বর্ষের ছবিতে দু’ধরনের চিত্রশৈলী দেখা যায়। উত্তর শানসির ছবি আঁঠা দিয়ে জানালায় সেটে দেয়া হয়। অপেরার গল্প, পাখি, জীবজন্তু, ফুল ও নানা ধরনের সব্জি এর বিষয়বস্তু।  

  কাঠ-খেদ্দাই অথবা হাতে এঁকে এ ছবি তৈরি করা যায়। কখনো কখনো রঙিন ছাপাও ব্যবহার করা হয়। দক্ষিণ শানসিতে লোকজন দরজায় কিংবা ঘরের ভিতরে এ ছবি লাগায়। বৌদ্ধ ধর্মাচারের ছবি আর লন্ঠনের আচ্ছাদন প্রচুর পরিমানে তৈরি করা হয়। লাল, হলুদ, গোলাপি, কালো অথবা সবুজের মতো উজ্জ্বল সব রঙ ব্যবহার করা হয়।

       প্রদর্শিত চিত্রটিতে অনেক ধর্মীয় অনুষঙ্গ রয়েছে। ছবিটি বৈচিত্র্যময় এবং সুসামঞ্জস্যপূর্ণ । ছবিতে আদিরীতিতে উজ্জ্বল রঙ ব্যবহার করা হয়েছে।