কাঠ-খোদাই ছবি
 

       হান রাজবংশের শাসনামলে কাঠ-খোদাই ছবি প্রচলিত ছিল বলে জানা যায়। অশুভের বিরুদ্ধে প্রহরী হিসাবে তখন এ ছবি ব্যবহার করা হত। 

  সো রাজবংশের (৯৬০-১২৭৯ খ্রীঃ) শাসনামলে নব্বর্ষের ছবি তৈরির জন্য লোকজন ব্লক প্রিন্টিং ব্যবহার করতো। ব্লক প্রিন্টিংয়ের সাহায্যে একসঙ্গে অনেক ছবি তৈরি এবং বিক্রি করা যায়। ফলে কাঠ-খোদাই ছবির উন্নতি হতে থাকে। ছবির বিষয়বস্তুও পরিবর্তিত হয়ে সৌভাগ্যের জন্য প্রকৃতি ও ঈশ্বরের পূজা থেকে শুরু করে কিংবদন্তী ও লোকাচারের বিভিন্ন বিষয় সংযুক্ত হয়। ছবিতে বিভিন্ন বিষয় বোঝানোর জন্য বিভিন্ন জীবজন্তু ব্যবহার করা হতো।  

   যেমন সৌভাগ্যের প্রতীক হিসাবে বাদুড় আর সুখের প্রতীক হিসাবে ম্যাগপাই (সারাক্ষণ কিচিরমিচির করে এমন এক ধরনের সাদা-কালো পাখি) ব্যবহার করা হয়। এ ছবি তৈরির জন্য বিভিন্ন ধরণের নক্সা গ্রহণ করা হয়, যেমন, লোকচিত্র, ঐতিহ্যিক নক্সা, শিল্পীর আঁকা চিত্রকলা এমন কি পশ্চিমা রেখাচিত্রও। 

  মিং ও ছিং শাসনামলে কাঠ-খোদাই ছবি তুমুল জনপ্রিয় ছিল। থিয়ানচিন, সুচৌ ও শানতোংয়ের মতো কিছু স্থান কাঠ-খোদাই ছবির প্রসিদ্ধস্থানে পরিণত হয়। ছিং শাসনামলের শেষ দিকে পশ্চিমা লিথোগ্রাকিক মুদ্রণ ব্যবস্থা চালু হওয়ার পর কাঠ-খোদাই ছবি ধীরে ধীরে অপসৃয়মান হতে থাকে।