দেবতা
 

       সর্বাধিক সংখ্যক জুমরফিক অলংকরণ পেইচিংয়ের রাজপ্রাসাদের খাইহোতিয়েন সিংহাসন হল অথবা মহা-সম্প্রীতি হলেই পাওয়া যায়। এখানে ফিনিক্স-আরোহী দেবতা একদল প্রাণী সমভিব্যহারে সর্বাগ্রে রয়েছেন, পেছনে একটি ড্রাগন, একটি সিন্ধু-ঘোটক এবং আরও পাঁচটি পৌরাণিক প্রাণী।

  সবগুলোরই অদ্ভূত অদ্ভূত নাম আছে। দিয়েন ছিংশোং বা স্বর্গীয় বিশুদ্ধতার প্রাসাদ হচ্ছে রাজার আবাস এবং দৈনন্দিন কাজকর্মের অফিস। 

  এর মর্যাদা থাইহো তিয়েনের ঠিক পরেই। এতে আছে ন’টি প্রাণীর আকৃতি। ঠিক পরের গুরুত্বপূর্ণ প্রাসাদটির নাম খুয়েন নিং কোং নারী শান্তির প্রাসাদ, এটি রাণীর এপর্টিমেন্ট।  

  এতে সাতটি জুমরফিক অলংকরণ আছে। এই সংখ্যা পাঁচে গিয়ে ঠৈকল উঠোনের ১২টি হলে। এগুলোতে বিভিন্ন শ্রেণীর উপ-পত্নীরা থাকতেন। কিছু পার্শ্বহলের ছাদে শুধু একটি করে প্রাণীর আকৃতি আছে। এসব প্রাণীর মুর্তিও আগুণ নেভাতে সক্ষম বলে মনে করা হতো। এসবগুলোই নিতান্ত কুসংস্কার হিসেবে নেয়া যায়, তবে এগুলো নিঃসন্দেহে রাজপ্রাসাদরের ঐশ্বর্য বাড়িয়ে দিয়েছে।