ছাদের কিনারা
 

       সে ঢেউকে ফেনায়িত করে বৃষ্টিতে রূপান্তরিত করতে পারে বলে মনে করা হয়। সে কারণে প্রাচীনকালে চীনারা ছাদের প্রধান দু’পাশে এ ধরণের ব্যবহার করতেন, যাতে যাদুকরী প্রভাব দিয়ে করিবর্ষণ ঘটিয়ে সম্ভাব্য আগুণ নেভাতে পারে।  

  তবে ছাদের কিনারা খেয়ে ফেলবে, এই ভয়ে লোকেরা জুমরফিক অলংকরণ আর ছাদের কিনারার সংযোগস্থলে তলোয়ার পুঁতে দিতো।  

  ছাদের ঢালুতে এবং শাখা টালিতে প্রায়শরই নানা জীবজন্তুর আকৃতি দেখা যায়। এগুলোর আকার ও সংখ্যা গৃহমালিকের মর্যাদার উপর নির্ভর করতো, অবশ্য এটি সামন্ত সমাজেই প্রযোজ্য ছিলো।

      সর্বাধিক সংখ্যক জুমরফিক অলংকরণ পেইচিংয়ের রাজপ্রাসাদের খাইহোতিয়েন সিংহাসন হল অথবা মহা-সম্প্রীতি হলেই পাওয়া যায়।