জুমরফিক অলংকরণ
 

       চীনা রাজপ্রাসাদ, মন্দির প্যাগোডা আর সুরম্য দালানের ছাদে এক বিশেষ ধরণের অলংকরণ থাকে। তার নাম ওয়েনশৌ বা ইংরেজীতে zoomorphic অলংকরণ।

      এগুলোর কিছু কিছু ছাদের কিনারায়, কিছু আবার ছাদের ঢালুতে দেখা যায়। দৃশ্যতঃ দৈত্যকায় জিনিষটি প্রধান ছাদের কিনারায় থাকে, তাকে বলা হয় ছিওয়ান; মোটামুটি দেখতে মাছের লেজের মতো। দেখে মনে হয়, হিংস্র দানবটি ছাদের কিনারাটি গিলে ফেলবে। সেজন্যে একে থুইনজিশৌ অর্থাত্ ছাদের কিনারা খেকো দৈত্যও বলা হয়। চীনা কিংবদন্তী অনুসারে , এটি হচ্ছে সমুদ্র-শাসনকারী ড্রাগন রাজার অন্যতম ছেলে।