প্রাণী
 

       চীনের পূর্বাঞ্চলীয় কিছু প্রদেশে আবিস্কৃত নির্দ্দিষ্ট কিছু পর্দা প্রাচীর আছে। যেগুলোতে “থান” নামে এক অদ্ভূত প্রাণীর প্রতিকৃতি আছে। তা ইটে খোদাই কৃত অথবা রঙিন হস্তাংকৃত চিত্র। স্থানীয় সংস্কার অনুযায়ী, এই প্রাণী এত বেশী লোভী ছিলো যে, সে সমুদ্রের প্রান্ত থেকে উদীয়মান সূর্যকেও খেয়ে ফেলতে গিয়ে জলে ডুবে মারা যায়। ছবিটি মনে করিয়ে দেয় যে “লোভে পাপ, পাপে মৃত্যু।”

      পেইচিংয়ের পেইহায় পার্কের পঞ্চ ড্রাগন প্যাভিলিয়নের কাছাকাছি একটি তথাকথিত “লোহার পর্দা প্রাচীরটি” ত্রয়োদশ শতাব্দির ইউয়ান রাজামলের একটি পুরাকীর্তি। প্রথম দেখায় মনে হয় এটিকে লোহার তৈরী, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে অগ্নিগিরি-সৃষ্ট পাথর। এর এক পাশে অংকিত হয়েছে একটি বল নিয়ে ক্রীড়ারত কয়েকটি সিংহ এবং অন্য পাশে পৌরাণিক দানব ইউনিকর্ন । এর প্রাচীনত্ব আর সারল্যের জন্যে শিল্পকর্মটি বেশী পরিচিত।