পর্দা প্রাচীর

       বিদেশী পর্যটকরা লক্ষ্য করে থাকবেন, একটি ঐতিহ্যিক চীনা বাড়ির গেইটের বাইরে বা ঠিক ভেতরে একটি পৃথক দেয়াল থাকে, যা বহিরাগতদের দৃষ্টি থেকে ভেতরের কক্ষগুলোকে রক্ষা করে। ইংরেজীতে এটি পর্দা প্রাচীর এবং চীনা ভাষায় ইংবি বা চাওবি বলে। এটি ইট, কাঠ , পাথর বা চকচকে টালি দিয়ে তৈরী হতে পারে। ইংবির সূত্রপাত সবচেয়ে দেরী হলে পশ্চিম চৌ রাজামলে (খ্রীষ্টপূর্ব ১১---খ্রীষ্টপূর্ব ৭৭১) হয়েছে। প্রত্মতত্ত্ববিদরাসাম্প্রতিক বছরগুলোতে শা’আনসি প্রদেশে বহু সমাধিতে সেই সময়কার কিছু পর্দা প্রাচীর আবিস্কার করেছেন। এই পর্দা লম্বায় ২৪০ সেন্টিমিটার আর উচ্চতায় ২০ সেন্টি মিটার। এটিই এ ধরণের প্রাচীনতম দেয়াল।

       প্রাচীণকালে “ইংবি” পদমর্যাদার প্রতীক ছিলো। পশ্চিম চৌরাজদের আচারপ্রথা অনুযায়ী, কেবল রাজকীয় প্রাসাদ, সম্ভ্রান্ত ব্যক্তিদের বাড়ি এবং ধর্মীয় উপাসনালয়গুলোতেই শুধু পর্দা-প্রাচীর থাকতে পারতো।