কাদামাটির প্রতিমূর্তি (পর্ব-৬)

       উত্তর চীনের হোবেই প্রদেশে মোরগের কাদামাটির প্রতিমূর্তি খুবই বিখ্যাত। মোরগ উত্সাহ উদ্দীপনার প্রতীক এবং এটি উত্তর চীনের কাদামাটির প্রতিমূর্তির প্রতিনিধিত্বকারী।  

  মোরগের প্রতিমূর্তি তিন আকারের হয়ঃ ছোট, মাঝারি এবং বড়। বড়টি প্রায় ২৫ সেন্টিমিটার, আর ছোটটি ৬ সেন্টিমিটার হয়ে থাকে । কাদামাটির মোরগের প্রতিমূর্তি তৈরির জন্য দক্ষতা দরকার।  

  ছবিতে, সহজ আকৃতির কিন্তু উজ্জ্বল রঙের একটি মোরগের প্রতিমূর্তি দেখানো হয়েছে। মোরগটির প্রতিমূর্তির বেশির ভাগই লাল এবং হলুদ রঙে চিত্রিত, বাকি অংশে ব্যবহৃত হয়েছে কালো রঙ । এর সঙ্গে যুক্ত হয়েছে পেপার কাটিং। লালঝুটি, কালো গলা আর লম্বা পালকের লেজ প্রভৃতির মাধ্যমে মোরগসুলভ ভঙ্গি দেয়া হয়। সবশেষে রঙবিহীন ঔজ্জ্বল্যবৃদ্ধিকারক তরলে পুরো। প্রতিমূর্তিটিতে আচঁড় দেয়া হয়। এটি মানুষকে সৌভাগ্য ও ঐক্যের অনুভূতি দেয়।