কাদামাটির প্রতিমূর্তি (পর্ব-৫)
 

       কাদামাটির প্রতিমূর্তির জন্য বিবিধ বিষয় বেছে নেয়া হয়। একটি বিষয় হচ্ছে স্থানীয় ঐতিহ্যিক অপেরার চরিত্র। কখনো কখনো একই ছাঁচে দুটি কিংবা তিনটি প্রতিকৃতিও তৈরি করা হয়।  

  ঐতিহ্যিক অপেরার একটি সাধারণ বিষয় হচ্ছে অশ্বারোহন, সচরাচর এটা গৃহে রাখা হয়। অশ্বারোহীর হাতে একটি ছুরি থাকে এবং এর উচ্চতা হয় সাধারণত ৬০ সেন্টিমিটার। এ ধরনের প্রতিমূর্তিকে বলা হয়, শয়তানের হাত থেকে রক্ষাকারী। 

  ছবিতে, অশ্বারোহনের প্রতিমূর্তিটির নক্সা সরল, কিন্তু উজ্জ্বল রঙ বিশিষ্ট। এতে সূক্ষ্ম কোনো কারুকাজ নেই, ব্যবহৃত প্রধান রঙ হচ্ছে লাল, হলুদ এবং কালো। এটি খুবই চমকপ্রদ।