কাদামাটির প্রতিমূর্তি (পর্ব-৪)
 

       জীবজন্তু, পাখি কিংবা মানুষের কিছু কাদামাটির প্রতিমূর্তি শব্দ করতে পারে। জীবজন্তুর মধ্যে ঘোড়ার মূর্তির কদর বেশি, লাল ঘোড়া, কাল ঘোড়া, দু’মাথার ঘোড়া কিংবা টাট্টুঘোড়া। গল্পগাঁথা কিংবা কিংবদন্তীর চরিত্র অবলম্বনে মানুষের প্রতির্মূর্তিও গড়া হয়।  

  ছবিতে, ব্যাপক প্রচলিত কিংবদন্তী আট পরীকে দেখানো হয়েছে। খেয়াল করলে দেখা যায় প্রত্যেক পরীর আলাদা গড়ন রয়েছে, কোনটি বসে, কোনটি বা দাঁড়িয়ে, কোনটি চুপচাপ, কোনটি আবার কর্মতত্পর। কারিগর বাস্তব সম্মতভাবে এগুলো তৈরি করেছেন। তারা প্রতিমূর্তিগুলোর ভিন্ন ভিন্ন পটভূমি , অবস্থা, পোশাক অথবা অলংকরণ অনুযায়ী ভিন্ন ভিন্ন রঙ ব্যবহার করেন। মানুষের প্রতিমূর্তিতে ব্যবহৃত রঙ জীবজন্তুর চেয়ে ভিন্ন। অত্যন্ত পরিচ্ছন্নভাবে , যত্নসহকারে এসব প্রতিমূর্তি তৈরি করা হয়। সাধারণভাবে বলা যায়, প্রতিমূর্তিগুলোতে গ্রামীন আমেজ নেই, কিন্তু এগুলো যে মানসম্পন্ন একথা নিশ্চিতভাবে বলা যায়।