কাদামাটির প্রতিমূর্তি (পর্ব-৩)

       হোনান প্রদেশের অন্য একটি কাউন্টিতে কাদামাটির প্রতিমূর্তি স্থানীয় লোকাচারের সঙ্গে সংশ্লিষ্ট। লন্ঠন উত্সব ও স্থানীয় ভূত উত্সবে অনেক কাদামাটির প্রতির্মূতি বিক্রি হয়। 

  স্থানীয় মহিলারা আগ্রহের সঙ্গে এগুলো কেনেন। এখানকার কাদামাটির প্রতিমূর্তির বেশির ভাগই হাতে তৈরি হয়। চপস্টিকসের সাহায্যে সীমানা চিহ্নিত করা হয়; পরে শুকিয়ে রঙ করা হয়। পটভূমি ও অলংকরণের জন্য ভিন্ন ভিন্ন রঙ ব্যবহার করা হয়।  

  ছবিতে আট পরীর ছবি দেখানো হয়েছে, যাদের একজন আবার উল্টো দিকে সওয়ার হয়েছে। শিল্পী আপন কল্পনাশক্তি দিয়ে পটভূমি ও আট পরীর মূর্তি গড়েছেন। ছবির আট পরীকে তাই পরীর চেয়ে স্থানীয় কিষাণী বলেই মনে হচ্ছে বেশী।