কাদামাটির প্রতিমূর্তি (পর্ব-২)
 

       মধ্য চীনের হোনান প্রদেশের হুয়াইয়াং-এ সচরাচর দুই মাথার কাদামাটির প্রতিমূর্তি তৈরি হয়। হাতের সাহায্যে প্রতিমূর্তির আকার দেওয়া হয় এবং এটি তৈরিতে পাঁচটি ধাপ রয়েছে কাদামাটি তৈরি, ছাঁচে ফেলা, আকার দেওয়া, রঙ দেয়া এবং অলংকরণ। একটি একটি করে রঙিন করার বদলে একসঙ্গে অনেকগুলো প্রতির্মূতি রঙ করা হয়। অলংকরণের সময় তুলির পরিবর্তে ব্যবহার করা হয় জোয়ার বা ভুট্টা জাতীয় শস্যের খড়। সচরাচর লাল, সবুজ, সাদা ও হলুদ রঙ ব্যবহার করা হয়। 

  ছবিতে দুটি শূকরের প্রতিমূর্তি রয়েছে, যার একটি অন্যটির ওপর রাখা হয়েছে। অলংকরণের সময় ছোট রেখা এবং ফুটকির জন্য সাদা রঙ ব্যবহার করা হয়। শূকরের নাকের দৈর্ঘ্য ভিন্নরকম, কানের আকারও তাই। এগুলো দেখতে আকর্ষণীয় এবং কৌতুকপ্রদ প্রতিমূর্তিগুলো প্রানবন্ত ও অনুপুঙ্খ।