কাদামাটির প্রতিমূর্তি (পর্ব-১) 
 

       মধ্য চীনের হোনান প্রদেশে কাদামাটির ছোট ছোট প্রতিমূর্তি তৈরি হয়। এসব মূর্তি হুইসেলের মতো বাজানো যায়। বিভিন্ন ধরনের মূর্তি তৈরি হলেও বানরের মূর্তি চোখে পড়ে বেশি; মানব মুখসদৃশ বানর, পীচসহ বানর, নিড়ানী সহ বানর ইত্যাদি।  

  স্থানীয় সংস্কৃতিতে এ শুধু নিছক খেলনা নয়, এর রয়েছে সাংস্কৃতিক পটভূমি।  

  ছবিতে, বানরটির মুখ তৈরি করা হয়েছে ছাঁচে ফেলে, আর এর পশ্চাত্ভাগ আর লেজ তৈরি করা হয়েছে হাতে। বাজানোর উপযোগী করার জন্য এটির মুখে ও লেজে ছিদ্র রাখা হয়েছে। কাদামাটির প্রতির্মূতির মুখ মন্ডল এঁকে নিতে হয়। মূর্তির মুখ সূচালো, চোখ গোলাকার আর মুখমন্ডল লাল রঙের ; আর উর্ধ্বংশে থাকে অতিরঞ্জন। প্রতিমূর্তিটি দেখতে কেমন যেন রহস্যময় মনে হয়।