শৈল্পিক বৈশিষ্ট্য এবং নির্মানকৃশলতায় উত্তর চীনের শানসি প্রদেশের ছায়া নাটক আর শা’নশি প্রদেশের ছায়া নাটক একই ধরণের। ছুরির সাহায্যে ছিদ্র করে নক্সা করা কঠিন বলে শিল্পীরা প্রতিমূর্তির ছোট ছোট অংশে রেখা টানেন। উজ্জ্বল লাল, সবুজ এবং কারু শিল্পীদের তৈরী কমলা রঙ ব্যবহার করা হয়। এ রঙগুলো দীর্ঘস্থায়ী হয়।
শানসি প্রদেশের দক্ষিণ অংশে প্রতিমূর্তি তৈরি ও মঞ্চ সজ্জায় বিবিধ ঐতিহ্যিক নকশা দেখা যায়, যেমন - ভাগ্য, সম্পদ এবং দীর্ঘায়ু, পাঁচ ব্যক্তির বিজয় লাভ, দীর্ঘায়ুর জন্য ৮ পরীর অভিনন্দন ইত্যাদি।
ছবিতে এক ভদ্রমহিলাকে আয়নার সামনে সাজসজ্জা করতে দেখা যাচ্ছে। নাট্যাভিনয়ের সময় নৈপুণ্যের সঙ্গে আয়নার বাইরের ও ভিতরের দুটি মূর্তিকেই দেখাতে হবে। ডেস্ক, চেয়ার ও বাক্সগুলো ভালোভাবে সাজানো হয়েছে এবং পোশাক, ডেস্ক ও চেয়ারের নকশা তৈরিতে সতর্কতা অবলম্বন করা হয়েছে।
|