ছায়া নাটক (পর্ব-২)
 

       উত্তরপশ্চিম চীনের শা’নসি প্রদেশের ছায়া নাটক গল্প বলার বৈশিষ্ট্য ধরে রেখেছে। এটা স্থানীয় অনেক অপেরার পূর্বসুরী হিসাবে গন্য।  

  সাদামাটা প্রতিমূর্তি আর অপরূপ সুন্দর কারুশিল্প এর দু’টি বৈশিষ্ট্য। রেখা টেনে সাধারণ প্রতিমূর্তি চিত্রিত করা হয়। প্রতিমূর্তিগুলোর বেশির ভাগ অংশ ছিদ্রযুক্ত থাকে। ছিদ্রহীন অংশের মাধ্যমে এগুলো সংযুক্ত থাকে। প্রতিমূর্তি, মঞ্চসজ্জা, পটভূমি প্রভৃতি বিভিন্ন অংশের জন্য বিভিন্ন ভিন্ন রীতি অনুসরণ করা হয়। সাধারণ নকশা এবং প্রতিটি অংশের আলাদা আলাদা সৌকর্যের জন্য নাটক মনোগ্রাহী হয়ে ওঠে। খুব জটিল না হয়েও এগুলো বিস্তৃত হয়, ফাঁকা না হয়ে, হয়ে ওঠে সহজ-সরল।  

  ছবিতে, প্রধান প্রতিমূর্তিটি বর্ণচ্ছটা এবং সাজসজ্জা দু’দিক থেকেই দৃষ্টিনন্দন।