আদিম নৃত্যের দৃশ্য-খোচিত রঙিন মাটির পাত্র


      আদিম নাচের দৃশ্য-খচিত রঙিন মাটির পাত্রটি ১৯৭৩ সালে চীনের ছিংহাই প্রদেশের তাথোং জেলার সুন চিয়াচাই নামক জায়গায় মাটির নিচ থেকে আবিষ্কৃত হয়। পাত্রটির ভেতরে তিনটি একই ধরনের নাচের দৃশ্য আঁকা রয়েছে । পাত্রটি তৈরী হয়েছিল ৫০০০ বছর আগে। এতে আঁকা চিত্রটি হলো চীনে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন কালের আদিম নাচের দৃশ্যের ছবি ।