|
|
|
|
|
|
|
চীনে চীনের কমিউনিষ্ট পার্টি ছাড়া গণতান্ত্রিক দল নামে আখ্যায়িত আটটি রাজনৈতিক দল আছে , এই আটটি রাজনৈতিক দল হলোঃ
চীনের কোমিনটাং বিপ্লবী কমিটি , চীনের গণতান্ত্রিক লীগ , চীনের গণতান্ত্রিক দেশগঠন সমিতি , চীনের গণতন্ত্র সমুন্নতকরণ সমিতি , চীনের কৃষক ও শ্রমিক গণতান্ত্রিক পার্টি , চীনের চি কোং তাং , চিউ সান সোসাইটি , আর তাইওয়ানের গণতান্ত্রিক স্বায়তশাসন লীগ । এই আটটি গণতান্ত্রিক দলের বেশির ভাগ জাপ-বিরোধী যুদ্ধ ও মুক্তি যুদ্ধের সময় প্রতিষ্ঠিত ও বিকশিত হয় । গণতান্ত্রিক দলগুলো রাজনৈতিক দিক থেকে চীনের কমিউনিষ্ট পার্টির নেতৃত্বকে সমর্থন করে , কমিউনিষ্ট পার্টির সংগে দীর্ঘদিনের সহযোগিতা ও মিলিতভাবে সংগ্রামের প্রক্রিয়ায় গণতান্ত্রিক দলগুলো এই ঐতিহাসিক অধিষ্ঠান বেছে নিয়েছে । বিভিন্ন গনতান্ত্রিক দল সংবিধানের আওতায় রাজনৈতিক ও সাংগঠনিক স্বাধীনতা আর সমান আইনগত অবস্থান পায় । বিভিন্ন গণতান্ত্রিক দলের সংগে চীনের কমিউনিষ্ট পার্টির সহযোগিতার মৌলিক নীতি হলোঃ দীর্ঘদিন সহাবস্থান করা , পরস্পরকে তত্ত্বাবধান করা ও আস্থাশীল হওয়া আর সুখদুঃখের সমভাগী হওয়া ।
চীনের গনতান্ত্রিক দল কোনো ক্ষমতাচ্যুত পার্টি বা বিরোধী পার্টি নয় , তারা রাষ্ট্রীয় ব্যাপারে অংশ নেয় । বর্তমানে চীনের বিভিন্ন স্তরের গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি , রাজনৈতিক পরামর্শ সম্মেলন , সরকারী সংস্থা আর অর্থনীতি , সংস্কৃতি , শিক্ষা , বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিভাগে গণতান্ত্রিক দলের সদস্যরা নেতৃস্থানীয় পদে কাজ করছেন । যেমন আটটি গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানরা জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান বা রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন । তা ছাড়া , বিভিন্ন গণতান্ত্রিক দলের সদস্য সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে । বিভিন্ন প্রদেশ , স্বায়তশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত মহানগর আর বড় ও মাঝারী আকারের শহরে গণতান্ত্রিক দলের স্থানীয় সংস্থা ও প্রাথমিক স্তরের সংস্থা আছে ।
চীনের কোমিনতাং বিপ্লবী কমিটি
চীনের কোমিনতাং বিপ্লবী কমিটি ১৯৪৮ সালের পয়লা জানুয়ারী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় । চীনের কোমিনতাংয়ের গণতন্ত্রপন্থী ও অন্যান্য দেশপ্রেমিক ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠিত চীনের কোমিনতাং বিপ্লবী কমিটি একটি রাজনৈতিক সংঘ , এই কমিটি চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক সমাজ গঠন আর মাতৃভূমির একীকরণের জন্য প্রচেষ্টা চালাচ্ছে । এই দলের সদস্য সংখ্যা ৬৫ হাজার , কেন্দ্রীয় কমিটির বর্তমান চেয়ারম্যান হো লুলি ।
চীনের গণতান্ত্রিক লীগ
চীনের গণতান্ত্রিক লীগ ১৯৪১ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয় । তখনকার নাম ছিল “ চীনের গণতান্ত্রিক রাজনৈতিক লীগ , ১৯৪৪ সালে পুনর্গঠনের পর চীনের গণতান্ত্রিক লীগ নাম ধারণ করে । এই লীগ সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রের বুদ্ধিজীবী ও সমাজবাদ সমর্থনকারী দেশপ্রেমিকদের একটি রাজনৈতিক সংঘ , এই দলের সদস্য সংখ্যা এক লক্ষ ৫৬ হাজার , লীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান চেয়ারম্যান তিন শি সুন ।
চীনের গণতান্ত্রিক দেশগঠন সমিতি
চীনের গণতান্ত্রিক দেশগঠন সমিতি ১৯৪৫ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় । সদস্যদের মধ্যে বেশির ভাগই দেশপ্রেমিক শিল্পপতি ও তাদের সংগে যোগাযোগকারী বুদ্ধিজীবী , সমিতির সদস্য সংখ্যা ৮৫ হাজার , কেন্দ্রীয় কমিটির বর্তমান চেয়ারম্যান ছেন সি উয়ে ।
চীনের গণতন্ত্র সমুন্নতকরণ সমিতি
চীনের গণতন্ত্র সমুন্নতকরণ সমিতি ১৯৪৫ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় । সদস্যদের মধ্যে বেশির ভাগই শিক্ষা, সংস্কৃতি , প্রকাশনা , বিজ্ঞান ও অন্যান্য কর্মক্ষেত্রের বুদ্ধিজীবী , সদস্য সংখ্যা ৮১ হাজার , কেন্দ্রীয় কমিটির বর্তমান চেয়ারম্যান সুই চিয়া লু ।
চীনের কৃষক - শ্রমিক গণতান্ত্রিক পার্টি
চীনের কৃষক - শ্রমিক গনতান্ত্রিক পার্টি ১৯৩০ সালের আগষ্ট মাসে প্রতিষ্ঠিত হয় । এই পার্টি স্বাস্থ্যরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা আর সংস্কৃতি ও শিক্ষামহলের বুদ্ধিজীবীসহ সমাজতান্ত্রিক কর্মজীবী ও সমাজবাদের সমর্থনকারী দেশপ্রেমিকদের একটি রাজনৈতিক সংঘ । সদস্য সংখ্যা ৮০ হাজারের মতো , কেন্দ্রীয় কমিটির বর্তমান চেয়ারম্যান চিয়াং চেন হুয়া ।
চীনের চি কোন তাং
চীনের চিকোনতাং ১৯২৫ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত হয় । বেশীর ভাগ সদস্য প্রবাসীচীনা ও তাদের পরিবার পরিজন । সদস্য সংখ্যা ২০ হাজারের মতো । কেন্দ্রীয় কমিটির বর্তমান চেয়ারম্যান রো হাও ছাই ।
চিউ সান সোসাইটি
চিউ সান সোসাইটি ১৯৪৬ সালের মে মাসে প্রতিষ্ঠিত হয় । বেশীর ভাগ সদস্য বিজ্ঞান , প্রযুক্তিবিদ্যা ,সংস্কৃতি ও শিক্ষা মহলের বুদ্ধিজীবী , সদস্যসংখ্যা ৮০ হাজার , কেন্দ্রীয় কমিটির বর্তমান চেয়ারম্যান হান ছি তে ।
তাইওয়ানের গণতান্ত্রিক স্বায়ত্তশাসনলীগ
তাইওয়ানের গণতান্ত্রিক স্বায়তশাসন লীগ ১৯৪৭ সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় । এই লীগ মূল ভুভাগে বসবাসকারী দেশপ্রেমিক তাইওয়ানবাসীদের একটি রাজনৈতিক লীগ , তারা সমাজবাদকে সমর্থন করেন এবং সমাজতান্ত্রিক গঠনকাজের বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করছেন । সদস্য সংখ্যা এক হাজার আট শ’র বেশী , লীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান চেয়ারম্যান চান খে হুই ।
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|