গণ অভিশংসক সংস্থা


  গণ অভিশংসক সংস্থা হচ্ছে দেশের আইন তত্ত্বাবধান সংস্থা । গণ-অভিশংসক সংস্থা অভিশংসকের অধিকার প্রয়োগ করে দায়িত্ব পালন করে । গণ অভিশংসক সংস্থা দেশদ্রোহী মামলা , দেশবিভক্তি সংক্রান্ত মামলাসহ গুরুতর অপরাধের মামলায় অভিশংসকের দায়িত্ব পালন করে , গণ নিরাপত্তা সংস্থার কেসগুলো পর্যালোচনা করে অপরাধী গ্রেপ্তার , আপিল করা আর মামলা দায়ের না করার সিদ্ধান্ত নেয় , ফৌজদারী মামলা সম্বন্ধে পাবলিক মামলা দায়ের করে , পাবলিক মামলা সমর্থন করে , গণ-নিরাপত্তা সংস্থা , গণ -আদালত , জেলখানা , হাজতখানা ও কায়িক শ্রমের মাধ্যমে সংশোধনাগারের কাজকর্ম আইনের সংগে সংগতিপূর্ণ কিনা , তা তত্ত্বাবধান করে ।

  গণ আদালত কর্তৃক স্বাধীনভাবে বিচারের অধিবার প্রয়োগের মতো গণ অভিশংসক বিভাগও স্বাধীনভাবে অভিশংসকের অধিকার প্রয়োগ করে , তার কাজকর্ম সরকারী সংস্থা , সামাজিক গোষ্ঠী ও ব্যক্তিবিশেষের হস্তক্ষেপে প্রভাবিত হবে না , সকল নাগরিক আইনের সামনে সমান । চীনের গণ অভিশংসক সংস্থার মধ্যে সর্বোচ্চ গণ অভিশংসক সংস্থা , বিভিন্ন স্তরের স্থানীয় গণ অভিশংসক সংস্থা ও সামরিক অভিশংসক সংস্থাসহ বিভিন্ন বিশেষ গণ অভিশংসক সংস্থা আছে । চীনের গণ অভিশংসক বিভাগ চারটি স্তরে বিভক্তঃ প্রাথমিক , মাধ্যমিক , উচ্চ আর সর্বোচ্চ গণ অভিশংসক সংস্থা । সর্বোচ্চ গণ অভিশংসক সংস্থা দেশের সর্বোচ্চ অভিশংসক সংস্থা , এই সংস্থা দেশের পক্ষ থেকে স্বাধীনভাবে অভিশংসকের অধিকার প্রয়োগ করে এবং জাতীয় গণ কংগ্রেসের অর্পিত দায়িত্ব পালন করে । তার প্রধান দায়িত্ব হলো আইন অনুসারে আইনগত তত্ত্বাবধানের দায়িত্ব পালনে স্থানীয় গণ -অভিশংসক সংস্থা ও বিশেষ গণ -অভিশংসক সংস্থাকে নেতৃত্ব দান করা এবং দেশে নির্ভুল ও একীভুত আইন প্রয়োগ নিশ্চিত করা ।  

  বর্তমানে সর্বোচ্চ গণ অভিশংসক সংস্থার প্রধান হচ্ছেন চিয়া ছুন ওয়ান ।