গণ আদালত হচ্ছে দেশের বিচার সংস্থা । দেশে সর্বোচ্চ গণ আদালত আছে , বিভিন্ন প্রদেশ , স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরে উচ্চ গণ আদালত , মাধ্যমিক ও প্রাথমিক স্তরের গণ আদালত আছে । সর্বোচ্চ গণ আদালত হলো দেশের সর্বোচ্চ বিচার সংস্থা , সর্বোচ্চ গণ আদালত স্বাধীনভাবে বিচার ক্ষমতা প্রয়োগ করতে পারে , তা ছাড়া , সর্বোচ্চ গণ আদালত হচ্ছে বিভিন্ন স্থানীয় আদালত ও বিশেষ আদালতের সর্বোচ্চ তত্ত্বাবধান সংস্থা । সর্বোচ্চ গণ আদালত জাতীয় গণ কংগ্রেস ও তার স্ট্যান্ডিং কমিটির অর্পিত দায়িত্ব পালন করে এবং তার কাছে কার্যবিবরণী জমা দেয় । চীনের জাতীয় গণ কংগ্রেস সর্বোচ্চ গণ আদালতের প্রধান , উপপ্রধান আর সর্বোচ্চ গণ আদালতের বিচার কমিটির সদস্যদের নিয়োগ করে ।
সর্বোচ্চ গণ আদালতের দায়িত্ব হলো স্থানীয় আদালতগুলোর দেয়া রায় , আপিল মামলা ও আপত্তিকৃত মামলা আর সর্বোচ্চ গণ -অভিশংসক বিভাগের বিচারের তত্ত্বাবধান ব্যবস্থা অনুসারে দাখিল করা আপত্তিকৃত মামলাগুলো বিচার করা , মৃতুদন্ড পুনরায় পর্যালোচনা করা , বিভিন্ন স্তরের গণ আদালতে দেয়া রায়গুলো পর্যালোচনা করা , বিভিন্ন স্তরের গণ আদালতে দেয়া রায়গুলো পর্যালোচনার প্রক্রিয়ায় ভুল আবিষ্কৃত হলে সর্বোচ্চ আদালতের আবার বিচার করার অথবা নিম্ন স্তরের আদালতকে পুনরায় বিচার করার আদেশ দেয়ার অধিকার আছে , দন্ডবিধিতে লিপিবদ্ধ করা হয় নি এমন অপরাধের বিচার সম্বন্ধে সর্বোচ্চ গণ আদালতের দন্ড স্থির করার অধিকার আছে আর মামলা বিচার করার সময় সংশ্লষ্ট আইন ব্যবহার সম্বন্ধে ব্যাখ্যা করার অধিকার আছে ।
বর্তমানে সর্বোচ্চ গণ আদালতের প্রধান হচ্ছেন সিয়াও ইয়ান ।
|