কেন্দ্রীয় সামরিক কমিশন


  চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সামরিক কমিশন হলো চীনের কমিউনিষ্ট পার্টির পরিচালনায় সর্বোচ্চ সামরিক সংস্থা , এর সংক্ষিপ্ত নাম হলো কেন্দ্রীয় সামরিক কমিশন । এই কমিশনটি চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান ও সদসদের নিয়ে গঠিত । চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় সামরিক কমিশনের নেতাদের স্থির করে , কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান কমিশন পরিচালনার প্রধান দায়িত্ব পালন করেন , কমিশনের প্রধান দায়িত্ব হলো প্রত্যক্ষভাবে সমগ্র দেশের সশস্ত্র শক্তি পরিচালনা করা ।

  গণ প্রজাতন্ত্রী চিনের কেন্দ্রীয় সামরিক কমিশন হলো দেশের সামরিক নেতৃস্থানীয় সংস্থা , তার দায়িত্ব হলো দেশের সশস্ত্র শক্তি পরিচালনা করা । গণ প্রজাতন্ত্রী চীনের কেন্দ্রীয় সামরিক কমিশন চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে গঠিত হয় , কমিশনের চেয়ারম্যান জাতীয় গণ কংগ্রেসে নির্বাচিত হন । কমিশনের চেয়ারম্যান জাতীয় গণ কংগ্রেস ও তার স্ট্যান্ডিং কমিটির অর্পিত দায়িত্ব পালন করেন । এই কমিশনের কার্যমেয়াদ পাঁচ বছর । এই কমিশনের নেতারা একাধিকবার নিয়োজিত হতে পারেন ।

  চীনের সশস্ত্র বাহিনী চীনের গণ মুক্তি ফৌজ , চীনের গণ শসস্ত্র পুলিশ বাহিনী ও গণ মিলিসিয়া বাহিনী নিয়ে গঠিত । গণ মুক্তি ফৌজ হলো দেশের স্থায়ী বাহিনী , শসস্ত্রপুলিশ বাহিনী দেশের নিরাপত্তা রক্ষা ও সামাজিক শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে , গণ মিলিশিয়া হলো অপেশাদার গণ শসস্ত্র বাহিনী ।

  চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সামরিক কমিশন আর চীন গণ প্রজাতন্ত্রের কেন্দ্রীয় সামরিক কমিশনের বর্তমান চেয়ারম্যান সি চিন পিং।