গণ কংগ্রেস ব্যবস্থা চীনের এক মৌলিক রাজনৈতিক ব্যবস্থা। জাতীয় গণ কংগ্রেস চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা। জাতীয় গণ কংগ্রেস বিভিন্ন প্রদেশ , স্বায়ত্তশাসিত অঞ্চল , কেন্দ্রশাসিত মহানগর , বিশেষ প্রশাসনিক অঞ্চল আর সৈন্যবাহিনীর গণ কংগ্রেস-প্রতিনিধিদের নিয়ে গঠিত। জাতীয় গণ কংগ্রেস দেশের আইন প্রনয়নের অধিকার প্রয়োগ করে এবং দেশের রাজনৈতিক জীবনের বড় বড় সমস্যা সম্বন্ধে সিদ্ধান্ত নেয়।
চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রধান দায়িত্ব ও ক্ষমতা হলোঃ সংবিধানের সংশোধন করা , সংবিধানের কার্যকরীকরণ তত্ত্বাবধান করা , দেশের ফৌজদারী আইন , দেওয়ানী আইন , রাষ্ট্রীয় সংস্থা ও অন্যান্য ক্ষেত্রের মৌলিক আইন প্রনয়ন ও সংশোধন করা , জাতীয় আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনা , এই পরিকল্পনার কার্যকরী সংক্রান্ত রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন করা , দেশের বাজেট ও বাজেটের কার্যকরীকরণ সংক্রান্ত রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন করা , প্রদেশ , স্বায়তশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগরের প্রতিষ্ঠা অনুমোদন করা , বিশেষ প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা ও তার শাসন ব্যবস্থা নির্ধারণ করা , যুদ্ধ ও শান্তির সমস্যা সম্বন্ধে সিদ্ধান্ত নেয়া , দেশের সর্বোচ্চ ক্ষমতা সংস্থার নেতৃবর্গ নির্বাচণ ও স্থির করা অর্থাত জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্য, দেশের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট , রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী ও পরিষদের অন্যান্য সদস্য , কেন্দ্রীয় সামরিক কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্য ,সর্বোচ্চ গণ আদালতের প্রধান ও সর্বোচ্চ গণ অভিশংসক বিভাগের প্রধান নির্বাচণ করা। জাতীয় গণ কংগ্রেসের উপরুল্লেখিত ব্যক্তিদের অপসারণ করার অধিকার আছে ।
জাতীয় গণ কংগ্রেসের কার্যমেয়াদ পাঁচ বছর , প্রতি বছর জাতীয় গণ কংগ্রেসের একটি পুর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয় । জাতীয় গণ কংগ্রেস সমাপ্ত হওয়ার পর জাতীয় গণ কংগ্রেসের সট্যান্ডিং কমিটি দেশের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে । জাতীয় গণ কংগ্রেসের সট্যান্ডিং কমিটি চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান , মহাসচিব ও সদস্য নিয়ে গঠিত ।
চীনের আইন প্রনয়নের মধ্যে আছে জাতীয় গণ কংগ্রেস ও তার স্ট্যান্ডিং কমিটির আইন, রাষ্ট্রীয় পরিষদ ও তার অধীনস্থ বিভাগগুলোর আইন , সাধারণ স্থানীয় আইন , সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চল সংক্রান্ত আইন , বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইন প্রনয়ন ।
|