এই অপেরার আরেকটি নাম “শতফুলের ছত্বর” ।
একদিন থাং রাজবংশের সম্রাট সুয়ান চুং তাঁর উপপত্নি ইয়াং কুয়ে ফেইয়ের সংগে কথা দিয়ে স্থির করল , পরের দিন ইয়াংশতফুল ছত্বরে ভোজসভার আয়োজন করে একসাথে মদ খাবেন এবং ফুল উপভোগ করবেন । পরের দিন ইয়াং কুয়ে ফেই আগেভাগে শতফুল ছত্বরে গিয়ে পড়লেন এবং ভোজসভার আয়োজন করে সম্রাটের জন্যে অপেক্ষা করতে লাগলেন । কিন্তু সময় হলে সম্রাট থাং সুয়ান চুং আসলেন না । অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পর তিনি আসলেন না । হঠাত খবর এল , সম্রাট অন্য একজন উপপত্নি চিয়াং ফেইয়ের প্রাসাদে গেলেন । এই খবর শুনে ইয়াং কুয়ে ফেই অত্যন্ত রেগে গেলেন । এমনিতে ইয়াং কুয়ে ফেইয়ের মন ছোট ছিল এবং সহজে ঈর্শা করতেন । তার উপর মেয়েরা ক্রুদ্ধ হলে তাদের প্রতি ক্রয়াও তীব্রতর হয়। তাঁর মনের নানা ধরনের ভাবানুভূতি দূর-করা কঠিন হয়ে পড়ল । কয়েক কাপ মদ খাওয়ার পর তিনি আর নিজের ভাব নিয়ন্ত্রণে আনতে পারলেন না । তাই তিনি সবকিছু ভুলে গিয়ে বার বার দুজন খোজা কাও লি শি আর ফেই লি শির সংগে মাতাল ভংগিমা দেখিয়ে আনন্দ প্রকাশ করলেন । তারপর অতি ক্লান্তিতে নিজের প্রাসাদে ফিরে গেলেন ।
|