“সেনাপতি আর সুন্দরী ”

      চিউ পাও লিয়ান অনেক রোগের চিকিত্সা করতে পারে। এটা ছিল অবসরপ্রাপ্ত রাজ-চিকিত্সক চৌ হুং তের পারিবারিক রত্ন । এক দিন গুরুতর বণ্যায় চৌ হুং তে বিপদোন্মুক লিয়াও চুং পিংকে বাঁচিয়ে তুললেন এবং তাঁকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করলেন । একবার তিনি শুনলেন , সম্রাজ্ঞী অসুস্থ হয়ে পড়লেন এবং কোনো ওষুধ খেয়েও সুস্থ হয়ে উঠলেন না । সম্রাজ্ঞীর রোগ নিবারণের জন্যে তিনি চিউ পাও লিয়ানকে সঙ্গে নিয়ে তাঁর ছেলে চৌ চাও নিয়ান আর পোষ্যপুত্র লিয়াও চুং পিংকে পাঠালেন । মাঝপথে লিয়াও চুং পিং চৌ চাও নিয়ানকে ঠেলে পাহাড়ের নীচে ফেলে দিলেন । তিনি চিউ পাও লিয়ানকে সংগে নিয়ে রাজধানীতে গিয়ে সম্রাজ্ঞীর রোগ সারিয়ে দিলেন বলে দশ হাজার পরিবারের উপর কর্তৃত্বকারী মার্কুসের সম্মানে ভূষিত হলেন । চুং পিং সগৌরবে বাড়িতে ফিরে গেলেন এবং মিথ্যা করে বললেন , চৌ চাও নিয়ান পা পিছলে নদীতে ডুবে মারা গেছেন। নিজের অপরাধ ঢেকে রাখার জন্যে তিনি আগুন লাগিয়ে চৌয়ের বাড়ি পুড়িয়ে দিলেন এবং বলপুর্বক তাঁর পোষ্যবোন ওয়ান ছিংকে নিজের স্ত্রী করে নিলেন । নিজের ইজ্জত রক্ষা করার জন্যে ওয়ান ছিং নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করলেন ।  

  চৌ পরিবারের নারী ,পুরুষ , বৃদ্ধ , শিশু আগুনের কবল থেকে পালিয়ে গেলেন। এই দুর্যোগের মুখে চৌ হুং তে চিন্তা ভাবনায় অসুস্থ হয়ে পড়লেন এবং অনেক ঋণে ঋণী হলেন । সমস্ত পরিবারকে বাঁচানোর জন্যে চৌ হুং তের পুত্রবধু সু সিয়ান সীমান্ত এলাকার সেনাপতি সুং ইয়ে মোংয়ের দ্বিতীয় স্ত্রীহতে বাধ্য হলেন । বিবাহের দিনে সীমান্ত এলাকার অবস্থা উত্তেজনাসংকুল হয়ে উঠলো । সুং ইয়ে মোং সম্রাটের আদেশ অনুসারে সামরিক অভিযানে শমীল হলেন । তিনি তাঁর নিজের শিশু ছেলে লালনের দায়িত্ব সু সিয়ানের কাঁধে দিয়ে দিলেন ।  

  ৮ বছর পর সু সিয়ান নিজের ছেলে চৌ সিয়াও পিং আর সত্ ছেলে সুং হো এন বড় করে তুললেন । তারা দুজনই পরীক্ষায় উত্তীর্ণ হলেন । ঠিক তখনই সেই বছর নদীতে ডুবে যাওয়ার পর প্রাণে বেঁচে যাওয়া ওয়ান ছিং রাজধানীতে গিয়ে নালিশ করলেন । এইভাবে ফুপুর সংগে ভাইপোর দেখা হল । সেই বছর মৃত্যুর কবল থেকে বেঁচে যাওয়া চৌ চাও নিয়ান ফেহু পাহাড়ের সর্দার হলেন । একটি লড়াইয়ে চৌ চাও নিয়ান সুং ইয়ে মোংয়ের সংগে সুসম্পর্ক গড়ে তুললেন । বিজয় উপলক্ষে আয়োজিত একটি ভোজসভায় সুংয়ের বাড়িতে তাঁর স্ত্রীর সংগে চৌ চাও নিয়ানের দেখা হল । ফলে একটি স্ত্রীকে নিয়ে দুজন স্বামীর মধ্যে বিবাদ হল । রাজদরবারে বিভিন্ন পক্ষ নিজের নিজের কাহিনী শোনালেন আর আসল ব্যাপার পরিষ্কার হয়ে গেল । লিয়াও চুং পিংকে শাস্তি দেয়া হল । ওয়ান ছিংকে ইয়ে মোংয়ের স্ত্রী হিসেবে দিয়ে দেয়া হল এবং চৌ পরিবারের সদস্যরাও সানন্দে মিলিত হলেন ।