চুং শানের রাজা সুই তুংয়ের স্ত্রীর নাম ছিল লিয়াং ই। তিনি খুব ভয় করতেন যে , তাঁর ছেলে না হলে তিনি সু তুংয়ের প্রেম হারিয়ে ফেলবেন । তাই তিনি তাঁর প্রথম জন্মের পর তার মেয়ে বদলে একটি ছেলেকে নিলেন । বদল করার আগে তিনি মেয়ের কাঁধে একটি লাল দাগ ছেঁকে দিলেন এবং বদলে পাওয়া ছেলেটির নাম দিলেন সুই থিয়ান পাও ।
১৮ বছর পর একজন ডিউকের ছেলে ছিয়াং মিং জোরপূর্বক গায়িকা পাই লি ইংকে ছিনতাই করার চেষ্টা করেছিল এবং তাঁর বাবাকে মেরে ফেলল । সুই থিয়ান পাও পাই লি ইংকে উদ্ধার করলেন । ছিয়াং মিংয়ের প্রতিশোধ এড়ানোর জন্যে সু থিয়ান পাও লি ইংকে একটি ঘরে গোপন করে রাখলেন । আস্তে আস্তে দুজনের মধ্যে ভাব হল এবং দম্পতি হওয়ার শপথ নিলেন । থিয়ান পাওয়ের মা লি ইংয়ের দরিদ্র অবস্থা দেখে সন্তুষ্টহলেন না এবং তার বাড়িতে গিয়ে লি ইংকে মারধোর করলেন । তখন তিনি হঠাত লি ইংয়ের কাঁধে লাল দাগ দেখতে পেলেন । ঠিক সেই সময়ে সম্রাট থিয়ান পাওকে রাজকুমারীর জামাই হিসেবে বেছে নিলেন । থিয়ান পাও মনে মনে লি ইংয়ের কথা ভাবলেন এবং রাজকুমারীকে উপেক্ষা করলেন । রোষে রাজকুমারী লি ইংকে মেরে ফেলতে চাইলেন । লি ইংকে বাঁচানোর জন্যে থিয়ান পাও রাজকুমারীকে মারলেন ।
রাজকুমারী সম্রাটের কাছে কেঁদে কেঁদে নালিশ করলেন । সম্রাট মনে করলেন , এটি ছিল তরুণ স্বামী-স্ত্রীর মধ্যে সাধারণ ঝগড়া । তাই তিনি হস্তক্ষেপ করলেন না । ছিয়াং মিং বরাবরই থিয়ান পাওকে ঘৃণা করতেন। তিনি এই সুযোগে অভিযোগ করে বললেন , লি ইংয়ের জন্যে থিয়ান পাও রাজকুমারীকে মারলেন । এই কথা শুনে সম্রাট লি ইংকে মেরে ফেলতে চাইলেন । থিয়ান পাওয়ের মা নিজের মেয়েকে বাঁচিযে তোলার জন্যে সম্রাটের কাছে আসল কথা বললেন যে , লি ইং হলেন চুং শানের রাজার মেয়ে । কেউ ভাবতে পারলেন না ,এই কথা শুনে সম্রাট রেগে আগুন । তিনি সম্রাটকে ঠকানোর জন্যে সুই তুংয়ের পরিবারকে অপরাধে অভিযুক্ত করলেন । তিনি সুই থিয়ান পাওকে মৃত্যু দন্ডে দন্ডিত করলেন । দন্ড কার্যকরীকরণের তত্বাবধায়ক ছিলেন ছিয়াং মিং ।
বধ্যভূমিতে পাই লি ইং আর থিয়ান পাও কথা দিলেন যে, বধ্যভূমিতে থিয়ান পাওয়ের মারা যাওয়ার সময়ে লি ইং বাড়িতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করবেন। কিন্তু দন্ড কার্যকরীকরণের কিছু ক্ষণ পূর্বে রাজকুমারী সম্রাটের আদেশ নিয়ে এসে পড়লেন । সম্রাট থিয়ান পাওয়ের অপরাধ ক্ষমা করলেন এবং তিনি রাজকুমারীর জামাই বজায় থাকলেন। তবে ঢাক বাজার সংগে সংগে লি ইং আত্মহত্যা করে মারা গেলেন ।
বিশাল আর নির্জন মাঠে হেটে হেটে থিয়ান পাও লি ইংয়ের লাশ কোলে করে সামনে এগিয়ে চললেন ।
|